বিশ্ব পরিবেশ দিবস : বৃক্ষ রোপন কর্মসূচি পুলিশের

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে অন্ডাল থানার পুলিশ ।এই দিনের এই কর্মসূচিতে অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী বলেন, ''পৃথিবীকে রক্ষা করতে সকলের উচিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসা ।''

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
dd

হরি ঘোষ, অন্ডাল : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে অন্ডাল থানার পুলিশ । বিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। আর কংক্রিটের জঙ্গলের  জেরে দিনে দিনে লুপ্ত হয়েছে গাছপালাও।  আর পৃথিবীতে গাছপালার সংখ্যা কমে যাওয়ার কারণে প্রভাব পড়েছে প্রাকৃতিক পরিবেশের উপর।  মানুষের দিনে দিনে এই উন্নত সভ্যতার কারণেই নষ্ট হচ্ছে প্রকৃতি, এমনটা এই পরিবেশবিদদের একাংশ মনে করছেন। সভ্যতার উন্নতির স্বার্থে আমরা জঙ্গল কেটে গড়ে তুলেছি কংক্রিটের জঙ্গল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মূল কান্ডারি যে সবুজ তা আজ ধীরে ধীরে শেষ হতে বসেছে । যার ফলশ্রুতি আন্টার্টিকার মত জায়গাতেও গলছে বরফ,মরুভূমিতে হচ্ছে বন্যা, কোথাও অতি বৃষ্টি তো কোথাও আবার অনাবৃষ্টি। এ যেন মানুষের ওপর প্রকৃতির বদলা। তাই প্রকৃতিকে বাঁচাতে একমাত্র যে সম্বল তা হল গাছ। সবার উচিত একসাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া ।সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশের পক্ষ থেকে, অন্ডালের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় । এদিন অন্ডালের খাঁন্দরা,উখড়া, কাজোড়া ও বন বহাল এলাকায় প্রায় ১৫০ টির মতো নানান ধরনের ফলের গাছের চারা রোপন করা হল । এই দিনের এই কর্মসূচিতে অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী বলেন, ''পৃথিবীকে রক্ষা করতে সকলের উচিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসা ।'' তিনি বলেন, ''বৃক্ষরোপণ কর্মসূচি শুধু ছবি তোলার জন্য নয়, গাছ লাগানোর পর সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে সকলকেই । পুলিশের তরফ  এদিন যে সকল এলাকায় বৃক্ষরোপণ করা হল, সেই সকল এলাকার বিভিন্ন ক্লাব, স্থানীয়দের রোপিত গাছের চারা গুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য অনুরোধ করা হয় এবং তাদের দায়িত্ব দেওয়া হয়।''