গত বছরের থেকে তিনগুণ বেশি বৃক্ষরোপণ মেদিনীপুর বনবিভাগে

মেদিনীপুর বনবিভাগ নিল বড় উদ্যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-06-03 at 9.56.27 AM.jpeg

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে শীর্ষে গ্রীষ্মের দাবদাহ। এই গরম থেকে মুক্তির উপায় বৃক্ষরোপণ এবং সেই গাছের যত্ন নেওয়া। সেই লক্ষ্যে বিগত বছরের থেকে তিনগুণ বেশি বৃক্ষরোপণের উদ্যোগ মেদিনীপুর বন বিভাগের। পরিবেশ দিবসের আগে এমনটাই জানা গিয়েছে বন দফতর থেকে। 

গত বছর ১২০ হেক্টর চারা গাছ রোপন করা হয়েছিল। এবার ৪০০ হেক্টর রোপন করা হবে বলে মেদিনীপুর বনবিভাগ থেকে জানা গিয়েছে। প্রায় ১৫ লক্ষ চারা গাছ রোপনের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ১৪ থেকে ২০ জুলাই বনমহোৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে চলবে চারা গাছ বিতরণ ও গাছ লাগানো। বন দফতরের জমিতে চারা গাছ লাগানোর পাশাপাশি সাধারণদের মধ্যেও তিন লক্ষ চারা গাছ বিতরণ করা হবে জেলায়। যত বেশি সম্ভব গাছ লাগানোর চেষ্টায় বন দফতর। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি জানিয়েছেন, "প্রায় ২০ লক্ষ চারা তৈরি করা হচ্ছে। তার মধ্যে বেনিফিসারিরাও পাবেন। বন দফতরের ৪০০ হেক্টর জমিতে রোপণ করা হবে। তিন লক্ষ চারা বিতরণ করা হবে"। তবে চারা গাছের জন্য বন দফতরে এসে সাধারণদের খালি হাতে ঘুরতে হবে না আর কাউকে। সবকিছু ঠিকঠাক থাকলে বিগত বছরগুলির মতো প্রত্যেককে ৫টি এবং প্রতিষ্ঠানগুলিকে ১০০টি করে চারা গাছ দেওয়া হবে। মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন রেঞ্জ অফিসগুলিতে ইতিমধ্যে সেই চারা তৈরিও হচ্ছে। আম, পেয়ারা, জাম, পিয়াশাল, কদম, বহেড়া, মহুল, শিশু, শাল ইত্যাদি চারা তৈরি করা হয়েছে। গাছ লাগানো এবং তাকে যত্ন নিয়ে বাঁচানোর সচেতনতামূলক প্রচারও চালাবে বন দফতর।

Add 1