নিজস্ব সংবাদদাতা, পাঁশকুঁড়াঃ বন্যা পরস্থিতি গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। সেখানে খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে পাঁশকুড়া পৌরসভার ১ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখনো হাঁটু সমান জলে বন্দী হয়ে রয়েছেন।
তাদের অভিযোগ যে তারা এখনও কোনও প্রকার সরকারি সাহায্য, শুকনো খাবার, পানীয় জল বা কোন সহযোগিতা পাচ্ছেন না। তাদের ঘরবাড়ি কার্যত জলের তলায়। এমন অবস্থায় তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছন।
এ ক্ষেত্রে উল্লেখ্য, পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গ্রামে বাঁধ ভেঙেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি বন্যার্তদের ত্রিপল, খাবার ও পানীয় জল প্রদান করেন। এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বন্যার্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ত্রাণ পৌঁছে গিয়েছে। তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও জানা গিয়েছে।
বন্যা ত্রাণ নিয়ে ইতিমধ্যে আরজি করের জুনিয়র চিকিৎসকদের একাংশরা পাঁশকুঁড়ায়তেও পৌঁছে গিয়েছেন। তারা সেখানে শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন।