নিজস্ব সংবাদদাতা: রেলের ওপর বিপদ যেন কিছুতেই কাটছে না। দূরপাল্লার ট্রেনে মাঝে মাঝেই নেমে আসছে বিপদ। যার জেরে বার বারই প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে। ফের একবার রাতের ট্রেন বেলাইন হল। অল্পের জন্যে বাঁচলেন যাত্রীরা।
গতকাল রাতে হাওড়া জেলার উলুবেড়িয়ার কাছে হাওড়া-মুম্বই মেল ট্রেনের ২টি বগি কাপলিঙ্ক খুলে আলাদা হয়ে লাইনচ্যুত হয়ে যায়। আর গতিতে থাকায় তা দুমড়ে-মুচড়ে যায়। তবে চালকের সাহসিকতায় বড় বিপদ এড়াতে সক্ষম হয় মুম্বই মেল।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, "ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। আধিকারিকরাও এসে মেরামতের কাজ শুরু করেন এবং খুব শীঘ্রই সেখান থেকে ট্রেনটি সরানো সম্ভব হবে। কীভাবে কাপলিঙ্ক খুলে গেল তার তদন্ত শুরু হয়েছে”।