নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ সকাল ৯ টা ১৯ মিনিটি নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর স্টেশন সংলগ্ন এলাকায় দক্ষিণ-পূর্ব রেলের আপ লাইনে লোকাল ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। এর জেরে ওই লাইনে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
/anm-bengali/media/media_files/2VlY98bav7sEFbh9OhDL.jpeg)
পরে রেলের তৎপরতায় দ্রুততার সঙ্গে তা মেরামতি করে এক ঘন্টার মাথায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বালিচক স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী জানান যে এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে দ্রুততার সঙ্গে রেল পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)
/anm-bengali/media/post_attachments/a5fb8d431166a7652d393393fd800791e2dc0660d20b49dfb3dc00963ea84b6f.jpeg)
/anm-bengali/media/post_attachments/22633edd6df9489ad858b6a7347f9605ce521c04740e87f12a86bd7707984da1.jpeg)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)