নিজস্ব সংবাদদাতা: ফের বাংলায় লাইনচ্যুত ট্রেন। এবার লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন। আলিপুরদুয়ার বিভাগের নিউ ময়নাগুড়ি স্টেশনে একটি খালি পণ্যবাহী ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। যার ফলে একাধিক ট্রেনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং চলাচলে কোনও প্রভাব পড়েনি।
ডিআরএম আলিপুরদুয়ার সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। পুনরুদ্ধারের কাজ চলছে। CPRO, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন এই বিষয়ে জানিয়েছে। তবে দেশ জুড়ে মালগাড়ি বা যাত্রীবাহী গাড়ি একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। যার ফলে মানুষের মধ্যে ভারতীয় রেল পরিষেবা নিয়ে ভয়ের সৃষ্টি হচ্ছে। বর্তমান মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ভিডিও সামনে এসেছে। যা নতুন করে ভয় ধরিয়ে দিতে পারে আপনারও মনে।