জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবি, প্রতিবাদে রেল অবরোধ দাঁতন স্টেশনে! ধুন্ধুমার কাণ্ড

জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ-এর দাবি তুলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন স্টেশনে হল রেল অবরোধ। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
COreVER.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ-এর দাবি তুলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন স্টেশনে হল রেল অবরোধ। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং দাঁতন ভট্টর কলেজের পড়ুয়া সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ‘রেল রোকো’ কর্মসূচি সংগঠিত করা হয়।

WhatsApp Image 2024-08-10 at 1.26.28 PM.jpeg

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত চলে এই অবরোধ কর্মসূচি। রেল অবরোধের জেরে আটকে পড়ে ইস্ট কোস্ট এক্সপ্রেস সহ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন।

WhatsApp Image 2024-08-10 at 1.26.29 PM.jpeg

প্রসঙ্গত, করোনার সময় থেকেই দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া বন্ধ করে দেয় রেল। আর সেই এক্সপ্রেস ট্রেনের পুনরায় স্টপেজের দাবি তুলে শনিবার দুপুরে রেল অবরোধ করে দাঁতন বাসীরা।

WhatsApp Image 2024-08-10 at 1.26.30 PM.jpeg

ঘটনাস্থলে উপস্থিত হয় রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। আধিকারিকদের আশ্বাসে পরে উঠে যায় রেল অবরোধ। 

WhatsApp Image 2024-08-10 at 1.26.29 PM (1).jpeg