মালদার মানিকচকে বন্যায় মর্মান্তিক মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক

মালদার মানিকচকের ভূতনি এলাকায় নৌকা উল্টে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে এক স্থানীয় ব্যক্তির।

author-image
Debapriya Sarkar
New Update
flood.jpg

নিজস্ব প্রতিবেদন : মালদার মানিকচকের ভূতনি এলাকায় আবারও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে টিনের একটি নৌকা উল্টে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় চলতি মরশুমে মানিকচকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

Flood

ঘটনাটি ঘটেছে ভূতনি পুলিনটোলা অঞ্চলে, যেখানে বন্যার কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। ঘটনা সূত্রে জানা যায়, ৩১ বছর বয়সী জিতেন মন্ডল, যিনি ভূতনীর শ্যামসুন্দর টোলা এলাকার বাসিন্দা, তাঁর দুই সন্তানকে নিয়ে টিনের নৌকায় করে দোকানের দিকে যাচ্ছিলেন। সোমবার সকালে পুলিনটোলার কাছে নৌকাটি উল্টে যায়। স্থানীয় এক ব্যক্তির তৎপরতায় শিশুকুলকে উদ্ধার করা সম্ভব হলেও, জিতেন জলের তোড়ে তলিয়ে যান। খবর পেয়ে ভুতনি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ প্রচেষ্টার পর জিতেনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরিবারের একমাত্র পুত্রের মৃত্যুতে তাঁর আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েছেন।

Bengal flood situation

মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। নেপালের কোশি ও গন্ডক নদীর জল বাংলায় ঢুকতে শুরু করছে, ফলে ভূতনি সহ বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে গঙ্গার রিং বাঁধ ভেঙে বহু মানুষ জলবন্দি হয়ে আছেন। প্রশাসন ৩০টিরও বেশি ত্রাণ শিবির খোলা রেখেছে এবং গত দেড় মাসে মানিকচকে বন্যায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকায়ও বন্যার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।