চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর: রবিবার গভীর রাতে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথ বারি (৪৪)। এছাড়াও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রবীন্দ্রনাথের আর এক আত্মীয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের হোমিওপ্যাথির তৃতীয় বর্ষের ছাত্র সোমনাথ প্রামাণিক (২২)। চন্ডীপুর থানার মগরাজপুর রেল ওভারব্রিজের ওপর থেকে প্রাইভেট গাড়ি নিয়ে নামার সময় দিঘাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে মৃতদেহগুলিও ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে চন্ডীপুর থানা সূত্রে জানানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/1f29a63f-0de.png)
পুলিশ সূত্রে জানা গেছে, হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথ বারির বাড়ি তমলুক থানার পায়রাচালি এলাকায়। রবিবার নরঘাটে তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই রাতে খাওয়াদাওয়ার পর এক আত্মীয়াকে নিজের প্রাইভেট গাড়িতে চাপিয়ে ইটাবেড়িয়ায় বাড়িতে ছেড়ে দিয়ে আসেন। ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন আর এক আত্মীয় সোমনাথ। প্রাইভেট গাড়িটি নিয়ে রবীন্দ্রনাথ যখন চন্ডীপুর থেকে নরঘাটের দিকে পুনরায় ফিরছিলেন সেই সময় মগরাজপুর রেল ওভারব্রিজের ওপর থেকে প্রচন্ড গতিতে নামার পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর প্রাইভেট গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
/anm-bengali/media/post_attachments/f8f4dccb-42e.png)
এই দুর্ঘটনার জেরে রবীন্দ্রনাথ ও তাঁর আত্মীয় দু’জনেই দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়ির ভেতর আটকে পড়েন। স্থানীয়রা দীর্ঘ চেষ্টার পরেও তাঁদের উদ্ধারে ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে চন্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দু’জনকে উদ্ধার করে প্রথমে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা রবীন্দ্রনাথকে মৃত বলে জানায়। তবে আশংকাজনক অবস্থায় সোমনাথকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় দিঘাগামী সড়কে যান চলাচল ব্যহত হয়। পরে চন্ডীপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করার পাশাপাশি রাস্তা যানজট মুক্ত করে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে চন্ডীপুর থানা সূত্রে জানানো হয়েছে।