নিজস্ব সংবাদদাতাঃ রোপ পরিবর্তনের কাজের জন্য় আজ থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে। ৮ মাস ধরে চলবে এই কাজ। কলকাতা পুুলিশ জানিয়েছে, এই সময়ে দ্বিতীয় হুগলি সেতুর ৬ লেনের রাস্তার মধ্য়ে ২টি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি।
সেন্ট্রাল অ্য়াভিনিউ, VIP রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও বিটি রোড দিয়ে ঘোরানো হবে বড় গাড়ি। লরি ও ভারী গাড়ি চলবে সেন্ট্রাল অ্যাভিনিউ, VIP রোডের মতো বিকল্প রাস্তা দিয়ে। গাড়ির চাপ বেশি হলে, বিকল্প হিসেবে VIP রোড হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বড় গাড়িগুলিকে চলাচল করানো হবে।