কানাডায় মৃত্যু মিছিল : ভ্যাঙ্কুভারে গাড়ি চালিয়ে হামলা, শহরজুড়ে শোক
ঘণ্টাখানেক পরেই শুরু হবে বৃষ্টিপাত, প্রস্তুত থাকুন!
কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওমর আবদুল্লাহর শক্তিশালী বার্তা!
'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নির্লজ্জ পাকিস্তান! ভয় পেয়ে পরমাণু বোমার হুমকি ভারতকে
উপত্যকায় সেনা অভিযান— ৩ দিনে ধুলিস্যাৎ ৯ জঙ্গির বাড়ি
পহেলগাঁও কাণ্ডে এবার গর্জে উঠলো প্রবাসী ভারতীয়রা! ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট শহরে বিক্ষোভ
জম্মুর স্পর্শকাতর এলাকার হোটেলে তল্লাশি, জঙ্গি হামলায় মদতকারীদের লুকিয়ে থাকার আশঙ্কা
BREAKING : এবার পহেলগাঁও হামলা নিয়ে বড় টুইট করলেন অভিষেক ! করলেন পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি

বন্ধ করে দেওয়া হল যাতায়াতের রাস্তা, সমস্যায় স্থানীয়রা

সমস্যায় স্থানীয়রা।  

author-image
Adrita
New Update
শ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের  হৈপথ এলকায় দীর্ঘ দিনের একটি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ডেবরার বাজার সংলগ্ন হৈপথ এলকায় ১৯ টি পরিবার বিপাকে পড়েছে। এই অভিযোগের খবর পেতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া।

সূত্র মারফত জানা গিয়েছে যে, এলাকার এক স্থানীয় স্থানীয় ব্যাবসায়ী এক বছর আগে একটি জায়গা কেনেন। সেখানে একটি যাতায়াতের রাস্তাও ছিল। কিন্তু যাতায়াতের সেই রাস্তা নিজের দাবী করে রাতের অন্ধকারে ঘিরে ফেলে ওই ব্যাবসায়ী। ওই জায়গাটি রাস্তা হিসেবে বহু মানুষ যাতায়াত করেন। বর্তমানে তারা চরম সমস্যায় পড়েছে। তাই তারা ডেবরা বিডিও, ডেবরা থানা ও ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে লিখিত জানান। পুরো বিষয়টি নিয়ে কোনো মুখ খুলতে চাইছেন না ওই ব্যবসায়ী। পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া।