নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের হৈপথ এলকায় দীর্ঘ দিনের একটি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ডেবরার বাজার সংলগ্ন হৈপথ এলকায় ১৯ টি পরিবার বিপাকে পড়েছে। এই অভিযোগের খবর পেতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এলাকার এক স্থানীয় স্থানীয় ব্যাবসায়ী এক বছর আগে একটি জায়গা কেনেন। সেখানে একটি যাতায়াতের রাস্তাও ছিল। কিন্তু যাতায়াতের সেই রাস্তা নিজের দাবী করে রাতের অন্ধকারে ঘিরে ফেলে ওই ব্যাবসায়ী। ওই জায়গাটি রাস্তা হিসেবে বহু মানুষ যাতায়াত করেন। বর্তমানে তারা চরম সমস্যায় পড়েছে। তাই তারা ডেবরা বিডিও, ডেবরা থানা ও ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে লিখিত জানান। পুরো বিষয়টি নিয়ে কোনো মুখ খুলতে চাইছেন না ওই ব্যবসায়ী। পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া।