নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গ্রাম বাংলার মকর স্নান টিমটিম করে টিকে আছে যে কয়েকটি জায়গায় তার মধ্যে অন্যতম প্রাচীন মকর স্নান হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার শিলাবতীর মকরস্নান। ইতু ও তুসু ঠাকুর ভাসান থেকে শুরু করে মকর স্নান সবকিছুই এখনও ধরে রেখেছে এই গ্রামীন মেলা। শুধু জেলা নয় আশপাশের কয়েকটি জেলার মধ্যে একমাত্র এই মেলাতেই মূল বিকিকিনি হয় বাঁশ, বেত আর লোহার জিনিসপত্র। দীর্ঘদিন ধরেই চলে আসা এই মেলায় বহু দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষ ঘাটালে কুঠিবাজারে শিলাবতী নদীতে স্নান সেরে পুজো দেন মা গঙ্গাকে।