নিজস্ব সংবাদদাতা: রাস্তায় গাড়ি দেখে খাবারের খোঁজে এগিয়ে এলো দাঁতাল। কাছে গিয়ে দেখে কোন খাবার নেই। রাগে শুঁড় দিয়ে উল্টে দিল গাড়িটিকেই। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এক ব্যক্তি ট্রাক্টর নিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই ট্রাক্টরে খাবার রয়েছে মনে করে দৌড়ে আসে একটি দাঁতাল হাতি। পরিস্থিতি বুঝে ট্রাক্টর দাঁড় করিয়ে পালিয়ে যায় চালক। হাতি এসে ট্রাক্টরের ডালাতে কোন খাবার দেখতে না পেয়ে ক্ষোভে ডালাকেই উল্টে দিল জঙ্গলে। চোখের সামনে সমস্ত পরিস্থিতি দেখলেন চালক। প্রাণে রক্ষা পেয়ে স্থানীয় মানুষজনকে ডেকে উদ্ধার করলেন ট্রাক্টর।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে শালবনী ব্লকের মহিষডোবা এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ১৭ টি হাতি রয়েছে ওই জঙ্গলে। জঙ্গল থেকে বেরিয়ে মাঝেমধ্যেই রাস্তায় চলে আসছিল। তাই জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গলমহল এলাকার লোকজনদের দৈনন্দিন যে সমস্ত জরুরী কাজ রয়েছে তা থেমে থাকে নি। মাল পরিবহনের জন্য ট্রাক্টরে করে নির্দিষ্ট গন্তব্যে বেরিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা।
/anm-bengali/media/media_files/2025/02/26/h3UfKjScha9EbLo9i9eT.jpeg)
বুধবার মহিষডোবা থেকে বীরঘসা এলাকায় যাচ্ছিলেন ওই চালক। ওই সময় দেখতে পান দূর থেকে হাতি তার ট্রাক্টর লক্ষ্য করে এগিয়ে আসছে। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাক্টর রাস্তার উপরে দ্রুত দাঁড় করিয়ে পালিয়ে যান। এরপরেই হাতির কার্যকলাপ দূর থেকে লক্ষ্য করেন। দেখা যায় দল থেকে বেরিয়ে একটি হাতি ওই ট্রাক্টরের ডালাতে খাবার খোঁজার চেষ্টা করে। পুরো ট্রাক্টরে খাবার কিছু না পেয়ে রাগে ট্রাক্টরের ডালাটিকে ধাক্কা মেরে উল্টে দেয় জঙ্গলে। ধাক্কা দেওয়া হয় ট্রাক্টরের ইঞ্জিনেও। এতে বেশ কিছুটা ক্ষতিও হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/26/bE9gketL0sYn83Jk3RS4.jpeg)
পরে স্থানীয় লোকজনকে খবর দেন। সকলে সেখানে ছুটে আসে। তাদের সহযোগিতায় সেই উল্টে যাওয়া ট্রাক্টরের ডালা সোজা করে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। লালগড় রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাতো বলেন, "বিভিন্ন ভাবে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল হাতির উপস্থিতি নিয়ে। জঙ্গল রাস্তায় এড়িয়ে চলতে হবে হাতির উপস্থিতির কারণে। কারও খুব প্রয়োজন থাকলে বনদপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে”।