বনদপ্তরের জায়গায় মাটি ফেলে বেআইনিভাবে দখলের অভিযোগে আটক ট্রাক্টর

আটক করা হল ট্রাক্টর।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কখনো বনদপ্তরের জায়গা দখল করে চাষাবাদ, কখনো আবার বাড়ি নির্মাণ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই ঘটনার একাধিক নজির রয়েছে। বনদপ্তর ব্যবস্থা নিয়েছে বেশ কয়েকটি জায়গায়। তারপরও বনকর্মীদের নজর এড়িয়ে জায়গা দখল অব্যাহত। এবার বন দপ্তরের জায়গায় বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করার অভিযোগ। হাতেনাতে বেআইনি কারবারীদের পাকড়াও করে ট্রাক্টর আটক করলেন বনকর্মীরা।

ঘটনাটি মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায়। ওই এলাকায় বনদপ্তরের জমিতে মঙ্গলবার সকাল থেকেই বেআইনিভাবে মাটি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। আটক করা হয় একটি ট্রাক্টর সহ চালককে। ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই জায়গা ভরাট করার নির্দেশ দেওয়া ব্যক্তির বিরুদ্ধেও। 

উল্লেখ্য, বিভিন্ন এলাকায় বনদপ্তরের জমি বারবার দখল করে নেওয়ার অভিযোগ উঠছিল একদল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এরপরই তৎপরতা বাড়ানো হয় বনদপ্তরের তরফে। মেদিনীপুর শহরের বৈশাখীপল্লী এলাকায় পাকা বাড়িও ভেঙে ফেলে বনদপ্তর। শালবনীতে দখল হয়ে যাওয়া পঞ্চাশ একর জমি পুনরুদ্ধার করে। তারপরও মেদিনীপুর শহরের উপকণ্ঠে মাটি ফেলে জায়গা দখলের চেষ্টা।

মেদিনীপুর রেঞ্জের গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, " বেআইনিভাবে বনদপ্তরের জায়গায় মাটি ফেলায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে। যে বা যারা নির্দেশ দিয়েছিল এই কার্যে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। "