নিজস্ব সংবাদদাতাঃ রাজনৈতিক সংকট ও সহিংসতার মুখে বাংলাদেশ থেকে পর্যটকরা জলপাইগুড়ির ফুলবাড়ী স্থল কাস্টমস স্টেশনে এসে পৌঁছেছেন।
#WATCH | Shazia Sultana, who has come from Nilphamari, Bangladesh, says, "Interim Government has been formed in Bangladesh. So, I feel that everything will be fine. There are sporadic (incidents of violence). But now that an Interim Government has been formed, everything will be… pic.twitter.com/84aw6RbZzT
বাংলাদেশের নীলফামারী থেকে আসা সাজিয়া সুলতানা বলেন, "বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাই আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা রয়েছে। তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সবকিছু ঠিক হয়ে যাবে। সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে।"
এছাড়া, বাংলাদেশের নীলফামারী থেকে আসা মোহাম্মদ শাহীন সরকার বলছেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবাই জানে। আমরা অনেক কিছু দেখে এখানে এসেছি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সাধারণ মানুষ চায় সবকিছু ভালো থাকুক, উন্নয়ন হোক। আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি।"