রেজিস্ট্রেশন ছাড়াই টোটো বিক্রির অভিযোগ, একাধিক টোটোর শোরুম সিল!

কি সমস্যা হল টোটো নিয়ে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-06 at 2.07.07 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রেজিস্ট্রেশন ছাড়াই ডেবরা এলাকায় একাধিক টোটো ব্যবসায়ী টোটো বিক্রি করছে। আর এর জন্যই গতকাল ডেবরা কলেজ সংলগ্ন তিনটি টোটো দোকান সিল করল পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহন দপ্তর।

খড়্গপুরের এ আর টি ও তাপস মান্না বলেন, রেজিস্ট্রেশন ছাড়া ওই দুটি শোরুম একাধিক টোটো বিক্রি করেছে। আমরা খবর পাওয়ার পর গিয়ে শোরুম সিল করি। আজ কাগজপত্র নিয়ে আমাদের দপ্তরে ডেকেছি। রেজিস্ট্রেশন ছাড়া টোটো বিক্রি করা যাবে না। এই নিয়ে বিডিওদের চিঠি দেওয়া হয়েছে। রাস্তায় রেজিস্ট্রেশন বিহীন যে সমস্ত টোটো চলছে তা নিয়ে আমাদের তথ্য সংগ্রহ চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে'। 

এ বিষয়ে টোটো ব্যাবসায়ী পার্থ প্রতিম সামন্ত জানান, 'আমরা ট্রেড লাইসেন্স, জি এস টি, সহ অনান্য সমস্ত কিছু অনুমতি নিয়েই ব্যবসা করছি। রাস্তায় অবৈধ টোটো চললে তার ব্যবস্থা কেউ নিচ্ছে না। আমরা টোটো বিক্রি করলে দোষ। এই নিয়ে সঠিক নিয়ম তৈরি করা দরকার যেখানে বলা থাকবে রেজিস্ট্রেশন করেই গাড়ি কিনতে হবে'।