নিজস্ব প্রতিনিধিঃ মেদিনীপুর শহরে টোটোর বেপরোয়া দৌরাত্ম্য, নাজেহাল পথচারীরা। যেখানে সেখানে খুশি দাঁড়িয়ে পড়া, গাড়ি ঘোরানোর ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবার মৃত্যুর ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। শনিবার বিকেলে শহরের বটতলাচকে মেদিনীপুর হাসপাতালের মূল গেটের সামনে টোটোর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। জখম আরও এক ব্যক্তি। মৃত যুবকের নাম বিভাস মাইতি (৩৭), বাড়ি গুড়গুড়িপাল থানার লোহাটিকরিতে। আহত যুবকের নাম সত্যজিৎ জানা, বাড়ি গুড়গুড়িপাল থানার মুড়াকাটাতে। জানা গিয়েছে, বিভাস বাজার করতে আসার পথে হাসপাতালের গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। রাস্তা থেকে পৌরসভার কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিভাসকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই নেমেছে শোকের ছায়া। অসহায় হয়ে পড়েছে পরিবার। জানা গিয়েছে, বিভাসের দুটি ছোটো সন্তান, স্ত্রী ও মা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাইক আরোহী দ্রুতগতিতে কেরানীতলা থেকে বটতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি টোটো হঠাৎ উল্টো দিক থেকে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পৌরসভার। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, "বহুবার বারণ করা সত্ত্বেও টোটো চালকেরা হাসপাতালের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখে। যে কারণে দুর্ঘটনা ঘটছে। রাতে লাইট না জ্বালিয়ে অনেক টোটো যাতায়াত করে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"