নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড নিয়ে শোরগোল চলছেই, এখনও মেলেনি বিচার। এরমধ্যেই ফের সামনে আসতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের ওপর আরও হামলার খবর। যার জেরে ফের প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/post_attachments/a289ecf0-c88.png)
এবার স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের অধীনে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে মশাল মিছিল করেছে। তাদের স্লোগান জাস্টিস ফর আরজি করে মুখরিত হয়েছে চারিদিক। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিও। দেখুন ভিডিও-
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .