নিজস্ব সংবাদদাতা, পাঁশকুঁড়াঃ আরজি করের দোষীদের শাস্তির দাবিতে এবং ডাক্তারদের ১০ দফা দাবিতে পাঁশকুড়ায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/5a635f6b-7f5.png)
এই আবহে পাঁশকুড়ার নাগরিক মঞ্চের ব্যানারে পাঁশকুড়া স্টেশন বাজার থেকে বাংলা মোড় প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তা পায়ে হেঁটে মশাল মিছিল করে প্রতিবাদ জানান পাঁশকুড়া নাগরিক মঞ্চর সদস্যরা।
/anm-bengali/media/post_attachments/254c9d98-ea9.png)
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)