নিজস্ব সংবাদদাতাঃ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হল ইট-পাথর। ভাঙল ট্রেনের জানালা। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরাও।
জানা গিয়েছে, জৈনগর থেকে দিল্লি যাচ্ছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। বৃহস্পতিবার রাতে বিহারের সমস্তিপুরের উপর দিয়ে যখন ট্রেনটি পার করছিল, সেই সময় হঠাৎ ট্রেনে হামলা হয়। ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। ইট ও কাঁচের টুকরো লেগে আহত হন কয়েকজন যাত্রী। ট্রেন দাঁড়ালে যাত্রীদের সমস্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এরপরে ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পরবর্তী সিগন্যালে পৌঁছাতেই ফের পাথর ছোঁড়া শুরু হয়। ট্রেনটির প্যান্ট্রিকার, তার পিছনের কামরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লিপার কোচ লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে প্রায় ৪৫ মিনিট দেরী হয় ট্রেনের।
এই ঘটনায় সমস্তিপুর রেলওয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছিল, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কেনই বা হঠাৎ ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।