বাংলায় আজকের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা, একাধিক মৃত্যু

কৃষিজমিতে কাজ করার সময় বাংলায় আজকের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। একাধিক মৃত্যু হয়েছে।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির মধ্যে বাংলায় আজকের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। কৃষিজমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় জেলার পাঁচরা এলাকায় মাঠে ধানের তলা ফেলছিলেন লক্ষীরাম বেসরা ও তার ছেলে। হঠাৎ বজ্রপাত হয়। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন লক্ষীরামবাবু। ছেলে দেখেন বাবা মাটিতে শুয়ে পড়েছে। কাছে গিয়ে ডেকে তোলার চেষ্টা করেন তিনি। সাড়া না পেয়ে বুঝতে পেরে লক্ষীরাম বেসরাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় আরও এক কৃষকের। মৃত কৃষকের নাম চঞ্চল দাস (৪৬)। বাড়ি চন্দ্রকোণার বারিণ্যা গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে থাকা বাদাম জড়ো করতে গিয়েছিলেন চঞ্চল বাবু। সেসময় বজ্রপাত হলে জমিতেই লুটিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির সাথে মুহুর্মুহু বজ্রপাত পশ্চিম মেদিনীপুরে কেড়ে নিল দুই কৃষকের প্রাণ।

Add 1

 West Bengal | paschim medinipur | panchra | Medinipur Medical Collage | Chandrakona  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .