নিজস্ব সংবাদদাতা: পূর্ব বাংলাদেশে (Bangladesh) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেলে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে (West Bengal) ঢুকছে। আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Forecast) জানিয়েছে যে শুধু ঝড় বা বৃষ্টি নয়, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীও (Summer Storm) হতে পারে। মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখী হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।