নন্দীগ্রামে অভিষেকের নবজোয়ার! আজ সারাদিন কী কী হবে?

আজ আবার নন্দীগ্রামে উঠবে অভিষেক নামক ঝড়। নবজোয়ার যাত্রা উপলক্ষ্যে সেখানে ঢালাও কর্মসূচি রয়েছে অভিষেকের। রইল তার এক ঝলক।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhifile

ফাইল ছবি

নিউজ ডেস্ক, নন্দীগ্রাম: আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে অভিষেকের নবজোয়ার যাত্রা উপলক্ষে রয়েছে ঠাসা কর্মসূচি। শুভেন্দু অধিকারীর গড়ে কতটা জনজোয়ার তুলতে পারেন অভিষেক সেদিকে নজর থাকবে রাজ্যের বিরোধী শিবিরসহ শাসক শিবিরের। 

আজ দুপুর ২.৩০টে নাগাদ নন্দকুমারে রয়েছে অভিষেকের রোড শো। ৩টে নাগাদ রয়েছে স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত এবং সুশীল ধাড়ার মূর্তিতে সম্মানজ্ঞাপন এবং সম্বর্ধনা। বিকেল ৪টে নাগাদ ময়নায় রয়েছে রোড শো। বিকেল ৫টায় কোলাঘাটের কেটিপিপি ময়দানে হবে অধিবেশন। 

jan