অবহেলায় পড়ে কবিতীর্থ চুরুলিয়া, সরব BJP নেত্রী

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আজকের দিনেই বিদ্রোহী কবি জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) চুরুলিয়ায় এসে কবির এবং কবি পত্নী প্রমীলা দেবীর সমাধি স্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

author-image
SWETA MITRA
New Update
najrul.jpg

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আজকের দিনেই বিদ্রোহী কবি জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আর এই উপলক্ষে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) চুরুলিয়ায় এসে কবির এবং কবি পত্নী প্রমীলা দেবীর সমাধি স্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরই সাথে একাডেমি ঘুরে দেখেন বিজেপি বিধায়ক। সেইসঙ্গে কবির লেখা কবিতা ,কবির  পোশাক ,বাদ্ধ যন্ত্র ,কবির ব্যবহৃত বিছানা দেখে একদিকে যেমন মুগ্ধ হন অগ্নিমিত্রা, ঠিক তেমনই দুঃখপ্রকাশও করেন বিধায়ক। অগ্নিমিত্রা বলেন, ‘বর্তমান রাজ্য সরকারের জন্য আজ এই কবি তীর্থ নষ্ট হতে চলেছে।‘ এরই সাথে তিনি জানান যে আজ কবির জন্মদিন অথচ রাজ্য সরকারের তরফে কবির প্রতি কোনও পদক্ষেপ নেই। অগ্নিমিত্রা জানান, শান্তি নিকেতনে গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মভিটা আছে, সেখানে এত সুন্দর পরিবেশ আছে। এমনকি সেখানে সমস্ত কিছু দেখার মতো রয়েছে। অথচ আজ এই কবি তীর্থ চুরুলিয়া শেষের মুখে। রাজ্য সরকার এইদিকে তাকাচ্ছে না।  এই বিষয়ে রাজ্যপালকে জানাবো এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও কথা বলবো।‘