নিজস্ব সংবাদদাতা, দিঘাঃ আজ রাজ পূর্ণিমা। হিন্দুপ্রাণ ব্যক্তি যারা রয়েছেন তারা এই বাংলা মাসের কার্তিক মাসকে মাহাত্ম্য মাস হিসেবে মনে করে থাকেন। তাই এই কার্তিক মাসের শেষ পাঁচ দিন তারা পঞ্চতব্রত এবং উপবাস পালন করে থাকেন।
এই আবহে আজ দিঘায় কয়েক লক্ষ মহিলা এবং ভক্তপ্রাণ ব্যক্তিরা এই ব্রত পালন করেন। তারা উপবাস ভঙ্গের পরে গঙ্গারতি করে সমুদ্র স্নান করে থাকেন। এরসঙ্গেই চলে খোল কীর্তন সহযোগে হরিনাম।