আজ লক্ষ্মীপুজো, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, নাজেহাল ক্রেতারা

আজ কোজাগরী লক্ষ্মীপুজো।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ আজ কোজাগরী লক্ষীপুজো। পুজোর বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। পূর্ব মেদিনীপুরের তমলুকের বড়বাজার থেকে রাজ্যের সর্বত্র একই চিত্রপট পরিলক্ষিত হচ্ছে। ফলমূল থেকে শুরু করে সবজি বাজার আগুন। নাজেহাল ক্রেতারা। একশো টাকার নিচে কোনও ফল নেই। যেইটা ধরবেন একশত টাকার উর্ধ্বে। সবজি বলে তো লাভ নেই।

কুমড়ো কেজি একশো চল্লিশ, ঝিঙ্গা, থেকে শুরু করে সব কিছু সবজির মুল্যের বাড় বাড়ন্ত। মাথায় হাত ক্রেতাদের। তারপরেও সাধ্য অনুযায়ী কোজাগরি লক্ষী মায়ের আরাধনা মেতে উঠবে সবাই। পঞ্জিকা মতে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন পূর্ণিমা। এই দুই দিন কোজাগরি লক্ষী পূজা করতে পারবে ব্রতীরা। বুধবার সকাল থেকেই পূজার বাজারে ভিড়। 

সমস্ত জিনিসের অনেকটা দাম বাড়লেও লক্ষী মায়ের পুজো বলে কথা পুজো তো করতেই হবে। তবে পূজোর বাজারে এসে মধ্যবিত্তের পকেটে অনেকটাই টান পরছে এমনটাই জানাচ্ছেন পুজোর বাজার করতে আসা বাড়ির গৃহিণীরা।

i