নিজস্ব সংবাদদাতা: কৃষকদের উৎসাহ প্রদান ও পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে কৃষক বন্ধু ও সবুজ সাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার। বর্তমান সরকারের এই প্রকল্প ঘোষণার পর থেকে প্রকল্পের সুবিধা পাচ্ছেন কৃষক ও পড়ুয়ারা। গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের পরিসেবা পাচ্ছেন প্রাপকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এক গুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন। শিলিগুড়ির পাশাপাশি রাজ্যে বিভিন্ন জেলাতেও পরিসেবা প্রদান করা হয়। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার কৃষক ও পড়ুয়াদের পরিসেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডঃ খুরশেদ আলি কাদরী, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক দিনেন রায়, হুমায়ুন কবির ও জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা সিং সহ- প্রশাসনের কর্তা ব্যক্তিরা।