নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে প্রচার শুরু করেছে শাসক থেকে বিরোধীরা। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভীমপুরে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, বিজেপির মিছিলে বাজছে তৃণমূলের নবজোয়ারের গান।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নবজোয়ার যাত্রা নামে এক জনসংযোগ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বানানো হয়েছিল থিম সংও। সেই থিম সং কিনা বাজছে শুভেন্দুর সভায় যোগদানকারী মিছিলে ! সভায় লোক টানতেই তৃণমূলের গান ব্যবহার! খোঁচা শাসক শিবিরের। কুণাল ঘোষের দাবি, সভায় আগতরা কেউ স্থানীয় নন। তার পোস্ট করা ভিডিও নিয়ে কোনো সন্দেহ থাকলে মামলা করতে পারেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ।