নিজস্ব সংবাদাতা: বাড়ি তৈরির জন্য বিপুল অঙ্কের টাকা চায় তৃণমূলের কর্মীরা। সেই টাকা দিতে পারেননি স্থানীয় বাসিন্দা। তার জেরেই বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেন স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রাম এলাকার।ঝর্ণা বরদোলই নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। ঝর্নার দাবি, পরিবারের সদস্যদের নিয়ে জরাজীর্ণ বাড়িতে দীর্ঘদিন বসবাস করছেন। প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়স্থলে আশ্রয় নিতে হয়,অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে ছোট্ট একটি পাকা বাড়ি তৈরি করছেন তিনি। আর তাতেই বাধা দিচ্ছে এলাকার তৃণমূল কর্মীরা। ঝর্নার দাবি বাড়ি, তৈরির প্রথম থেকে তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে,টাকা চাইছেন দীর্ঘ গ্রামের রাম পণ্ডিত,বাপি বেরা,কচন হাজরা। বাড়িতে এসে হুমকি দিচ্ছেন বাড়ি তৈরি করতে হলে দিতে হবে তাদেরকে ৩০ হাজার টাকা, না হলে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখতে হবে। এমনই হুমকি পেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন মহিলা। অভিযুক্ত তৃণমূল কর্মী বাপী বেরার সাথে যোগাযোগ করলে তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র অবশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ধরনের কাজের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেবেন । তিনি আবেদন করেছেন কোনও কাজের জন্য কোনও কর্মীকে পয়সা দেবেন না। এই ধরনের ঘটনা ঘটলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন গ্রামবাসীদের।