নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। এবার দেখা গেল আইএসএফে যোগ দিতে। পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে পালা বদল শুরু। আইএসএফের বিধায়কের সংখ্যা যেখানে মাত্র এক, তৃণমূল ছেড়ে সেই দলেই কি না নাম লেখালেন পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা, কর্মীরা।দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঘটনা। প্রসঙ্গত, পাথরপ্রতিমার উত্তর আবাদ এলাকায় আইএসএফের কর্মীসভা ছিল শনিবার। উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকি. তার হাত ধরেই হয়েছে দলবদল। দুর্নীতিকেই এজন্য দায়ি করছে রাজনৈতিক মহলের একাংশ।
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদের মন্তব্যের পাল্টা তাকে স্বাগত জানিয়েছিলেন ডায়মণ্ডহারবার থেকে ভোটে লড়তে। এবার দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন ধরতেই খেলা কোন দিকে ঘুরছে তা নিয়ে বাড়ছে জল্পনা।