ভোট মিটতেই তৃণমূলের মহিলাদের মার! আহত ২, বাংলায় চাঞ্চল্য

ভোট মিটতেই ভয়াবহ ঘটনা ঘটল এগরায়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
TMC

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভোট মিটলেও অশান্তি থামেনি এগরায়। ভোট শেষ হওয়ার পর তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল। মহিলাদের মেরে হাসপাতালে পর্যন্ত পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রামপঞ্চায়েতের সরিষা গ্রামে।

জানা গিয়েছে, এগরার সরিষা গ্রামের দুই মহিলা পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির এক সদস্য এদিন ভোট দিয়ে ফিরছিলেন। অভিযোগ, কয়েকজন রাস্তার ধারে তাঁদের দেখে খারাপ কথা বলে। এমনকী গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। তাতেই দু’জন আহত হন। এরপরই হইচই শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তৃণমূলের লোকেরাও হাজির হন সেখানে। দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি পানিপারুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। 

Add 1