নিজস্ব সংবাদদাতা: গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হয়ে। বিজেপি প্রার্থীকে ৪২ ভোটে হারিয়ে জিতেও গেছেন দেবু ওরফে গৌরাঙ্গ। জেতার পরেই ফের পুরনো পেশায় সবজি বিক্রি করতে বসে গেলেন। সবজির ঝাঁকা মাথায় করে সাইকেল চালিয়ে ফেরিতে নদী পার হয়ে মাজদিয়ার গৌরাঙ্গ ঘোষ চলে আসেন নবদ্বীপে। গোঁসাইবাজারে আগের মতোই সব সবজি বিক্রি করলেন। ভোটের প্রচার থেকে ফল বেরোনো পর্যন্ত প্রায় সপ্তাহ দুয়েক যে বাজারে যেতে পারেননি। বিক্রিবাটা নেই বলে রোজগার বন্ধ হয়ে গেছে।