দিগ্বিজয় মাহালী, কেশিয়াড়ি : গত পাঁচবছরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি কেশিয়াড়িতে। এবারে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে তৃণমূল। এদিন স্থায়ী সমিতি থেকে কর্মাধ্যক্ষ নির্বাচন হয়েছে। উচ্ছ্বসিত তৃণমূল। পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন ভাগবত পইড়া, এছাড়াও কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ৯ টি স্থায়ী সমিতির বন ও ভূমি সংস্কার দফতরের সঞ্জয় গোস্বামী, খাদ্য ও সরবারহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত নায়েক , মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ গৌরী খাটুয়া, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ সমিতির কর্মাধ্যক্ষ গোলাপি নায়েক, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস , নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মল্লিকা নায়েক, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি ও কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন বুলু খাটুয়া। আগামী পাঁচবছর জনগণের হয়ে কাজ করবেন বলে কর্মাধ্যক্ষরা জানিয়েছেন।