নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুরে এলাকায় রাস্তার ধারে থাকা একাধিক তৃণমুলের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয় তৃণমুলের স্থানীয় নেতা কর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয় ও ঘটনাস্থলে জড়ো হয় তৃণমূলের নেতা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশকে ঘিরে দোষীদের শাস্তির দাবি জানায় শাসকদলের নেতা কর্মীরা।
ভগবন্তপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসমাইল খাঁন বলেন, 'ভগবন্তপুর এলাকায় একাধিক জায়গায় লাগানো থাকা তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে রাতের অন্ধকারে খুলে ফেলে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা'। এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দোলই- এর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়। পুলিশের কাছেও তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনায় শাসকদলের তরফে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তৃণমূল নেতারা। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করে বিজেপির চন্দ্রকোনা-১ মন্ডল সভাপতি সুকান্ত দোলই জানান, 'ঘটনায় বিজেপি জড়িত নয়। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। অঞ্চলে তৃণমূলেরই একাধিক গোষ্ঠী রয়েছে। নিজেদের কোন্দল বিজেপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে'।