নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মিঠাপুকুর এলাকার। ওই এলাকায় গত একদিন আগে রাতের অন্ধকারে বিজেপি কর্মী উজ্জ্বল মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। অপরদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় কলকাতায়। ঘটনার খবর পেয়ে গতকাল হাসপাতালে এসে আহত কর্মীর সঙ্গে দেখা করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, 'ভোটের পরেই কর্মীদের ওপর হামলা হচ্ছে। আমাদের কর্মীকে তৃণমূলের লোকজন মারধর করেছে। ভোটে জিতে যাওয়ার পরই কেন অশান্তি? আমরা তো হার মেনে নিয়েছি। তাও আক্রান্ত হতে হচ্ছে আমাদের কর্মীদের'।
অপরদিকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন, 'এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। ময়নার বাকচার সঙ্গে সবংয়ের বর্ডার রয়েছে। সেখানেই বিজেপির লোকজন আমাদের ওপর মাঝে মধ্যেই হামলা চালায়। অভিযোগ ভিত্তিহীন'।