নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জালপাই গ্রামে ২৪৪ নম্বর বুথের বুথ সভাপতি হলেন গুরুপদ মন্ডল।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মন্ডলের বাড়িতে হঠাৎই হামলা করে। গুরুপদ মন্ডল, তার স্ত্রী, তাদের ১৫ বছরের ছেলে এবং তাদের বাড়ির পাশের একজন মহিলা তৃণমূল কর্মীকে মারধর করে। বিজেপির বিরুদ্ধে তাদের টাকা-পয়সা, মোবাইল সহ সোনার গয়না কেড়ে নেওয়ার, এমনকি ধর্ষণের হুমকি সহ শাড়ি ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বর্তমানে বুথ সভাপতির স্ত্রী এবং তার ছেলে সহ আরও এক মহিলা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুদীপ দাস বলেছেন, "ওই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে।" এই গোটা ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ।