নিজস্ব সংবাদদাতা: জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে এলেন সুজয় হাজরা এবং চেয়ারম্যান হলেন দিনেন রায়। অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলাতেও পুনরায় সভাপতি হলেন আশিষ হুদাইত। তবে চেয়ারম্যান পরিবর্তন করে করা হয়েছে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে।
বেশ কিছুদিন আগে সুজয় হাজরার জেলা সভাপতি পদ নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল। অনেকেই মনে করেছিলেন তাকে সরানো হতে পারে জেলা সভাপতি পদ থেকে। কিন্তু পুনরায় তৃতীয়বারের জন্য তাকেই নির্বাচন করল জেলার সভাপতি হিসেবে।
সুজয় হাজরা জানিয়েছেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি যথাযোগ্যভাবে তা পালন করবেন। তবে জেলার প্রতিটি ব্লকেই কমবেশি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শাসকদলের। মেদিনীপুর শহরেও বিধায়ক ও জেলা সভাপতির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকড় অনেক গভীরে যে পৌঁছে গিয়েছে, তা বুঝতে পেরে গত বছর মেদিনীপুর সফরে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই দূরত্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অজিত মাইতিকে ব্লকে ব্লকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এমনকি পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান হিসেবে অজিত মাইতিকে দায়িত্ব দেন। এবার সেই পদই বিলুপ্তি করে দেওয়া হল তৃণমূলের তরফে।