BREAKING: বন্ধ হয়ে গেল সীমান্তে রিট্রিট অনুষ্ঠান! কোনো ভারতবাসী আর দেখতে পাবে না
BREAKING: বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মোদী!
শুধু সেনাবাহিনী বা সরকার নয়, আজ দেশের শত্রুদের সাথে লড়তে প্রস্তুত ১৪০ কোটি ভারতীয়!
পরিস্থিতি আরও খারাপ করা আমাদের উদ্দেশ্য নয়- ভারতের লক্ষ্য হয়ে গেল সাফ
BIG BREAKING: অপারেশন সিঁদুর এখনও চলছে, নিকেশ ১০০ পাক জঙ্গি!
পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন
পাক সেনার নিশানায় সেই সাধারণ নাগরিক, তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে ভারত
বাতিন্দা জেলায় বিধ্বস্ত বিমান— ভারতীয় কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য
জঙ্গি মাসুদ আজহারের ডেরায় মৃতদেহের লাইন! এই ছবিগুলি এখন ভাইরাল

দল থেকে সাসপেন্ড!

দল বিরোধী কার্যকলাপের জন্য জামবনি ব্লকের ১৪ জনকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করলো দল।

author-image
Poulami Samanta
New Update
123

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম:
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ১৪ জন তৃণমূলের নেতা ও কর্মীকে দল থেকে সাসপেন্ড করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জামবনি ব্লকের দলের ১৪ জন নেতাও কর্মীকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি দুলাল মুর্মু। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন দলে থেকেছেন, দলের হয়ে বিভিন্ন পদ অলংকৃত করেছেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দল তাদের এবারে প্রার্থী করেনি। তাই জামবনি ব্লকের যমুনা বেজ, অরুণ বেজ, পার্বতী হাঁসদা, ভারতী পানি, রবীন্দ্রনাথ হেমব্রম সহ মোট ১৪ জন কে দল বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানোর জন্য এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাদের সাসপেন্ড করা হলো দলের রাজ্য কমিটির নির্দেশে। এখন থেকে ওই ১৪ জনের সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই। সেই সঙ্গে তিনি বলেন মানুষ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং তৃণমূল পাশে রয়েছে। যা আগামী দিনে প্রমাণিত হবে। দলের ক্ষতি করার জন্য যারা চক্রান্ত করেছিল তাদের চিহ্নিত করে দলের পক্ষ থেকে তাদের সাসপেন্ড করা হয়েছে।