চোট ঠিক, এবার ভোটের ময়দানে নামছেন মমতা! জানুন সূচি

অবশেষে চোট কাটিয়ে ভোটের প্রচারে নামছেন মমতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ertytuyiuoi

file pic

নিজস্ব সংবাদদাতাঃ চোট পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রচারে কোনও সভা-সমাবেশে দেখা যায়নি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা অপেক্ষা করে রয়েছেন, কবে দলনেত্রী প্রচারের ময়দানে নামবেন। তবে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না তৃণমূলের কর্মী-সমর্থকদের। মার্চ মাস থেকেই লোকসভা ভোটের প্রচারে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার শুরু হচ্ছে মহুয়া মৈত্রর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। আগামী ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতার নির্বাচনী প্রচার কর্মসূচি। সেদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মহুয়া মৈত্রর সমর্থনে সভা করবেন তিনি।

publive-image

মহুয়ার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করার পরের দিন মমতার ডেস্টিনেশন অধীর-গড় বহরমপুর। আগামী ১ এপ্রিল বহরমপুর স্টেডিয়ামে একটি সভা করার কথা রয়েছে তাঁর। নির্বাচনী রাজনীতির সমীকরণের দিক থেকে এই দুটি লোকসভা কেন্দ্রই বাংলার রাজনীতির পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করেছে রানি মা অমৃতা রায়কে। ভোট ময়দানে মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজমাতার উপরেই বাজি রেখেছে পদ্ম শিবির। এমন অবস্থায় এবার কপালের চোট কাটিয়ে মহুয়ার কৃষ্ণনগর থেকেই নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Add 1