আবাসের টাকা পেয়েছেন? এবার কাটমানি দিন, চাইছে তৃণমূল কর্মীরা

একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
edit abas jogana.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবাস যোজনার টাকা ঢুকতেই বাড়ি বাড়ি চড়াও হয়ে রীতিমতো লুটপাট চালাচ্ছে তৃণমূল কর্মীরা। এককথায় জোর কোরে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে সুতি ২ নম্বর ব্লকের জগতাই ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের অভিযোগ, সন্ধ্যা ঘনাতেই একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। কোথাও ভয় দেখিয়ে, তো কোথাও সরাসরি হুমকি দিয়ে, তারা আদায় করছে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা। 

abas

পাশাপাশি পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে, টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবে এই মুহুর্তে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাস যোজনার আওতায় থাকা উপভোক্তারা। তাদের বক্তব্য, টাকা যদি ফিরিয়ে দিতেই হয় তাহলে সরকারি দপ্তরেই জমা দেবেন তারা, তৃণমূল দলের স্থানীয় নেতা বা কর্মীদের হাতে নয়।

Money