BIG NEWS: ভাঙল মঞ্চ, পায়ে চোট কুণালের

সভা চলাকালীন ভেঙে পড়ল মঞ্চ।

author-image
Aniruddha Chakraborty
New Update
বম্নব

collected

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল খেলতে গিয়ে কয়েক মাস আগে পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তারপর চোট কিছুটা সারিয়ে আবার রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তিনি। পঞ্চায়েতের আগে চষে বেড়াচ্ছেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত। দলের হয়ে প্রচার করছেন, সভা করছেন। আজ ভগবানপুরে সভা ছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণালের। মঞ্চে বক্তব্য রাখছিলেন সুপ্রকাশ গিরি। সেই সময় হঠাৎ মঞ্চের একাংশ ভেঙে যায়। আর তাতে পায়ে ফের চোট পান কুণাল ঘোষ। তারপর চোট নিয়েই মঞ্চের নীচে দাঁড়িয়ে বক্তব্য রাখেন কুণাল ঘোষ।