নিজস্ব সংবাদদাতা: তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের সোনাচুরাতে অবাধ ছাপ্পা ভোট চালাচ্ছে বিজেপি। ২৭৯ নম্বর বুথে গঙ্গা বাসুলি প্রাইমারী স্কুলের ঘটনা। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের আরও অভিযোগ করে বলেছিলেন, যে ওয়েব কাস্টিং চলাকালীন সেই ছবি নাকি ধরা পড়েছে।
তৎক্ষণাৎ সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এআইটিসি লেখে, ‘এখন কোথায় আছে নির্বাচন কমিশন? তারা কি এই ছাপ্পা ভোট দেখতে পাচ্ছে না? এটাই হল শুভেন্দু অধিকারীর মডেল অফ ভোট’।
তবে তৃণমূলের এই গর্জন বেশিক্ষণ টেকেনা। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে এই ভিডিও আদতেও সত্য কিনা তা খতিয়ে দেখা হয়। যেহেতু ২৪-এর লোকসভা নির্বাচনে প্রথম থেকেই ওয়েব কাস্টিংয়ের ওপর জোর দিচ্ছে কমিশন তাই প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ ওই এলাকার খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। আর তাতেই জানা যায়, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সিইও আরিজ আফতাব জানান, ’এটা ভুল খবর। এখানে ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছিল। কোনো ছাপ্পা হয়নি। সেখানে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত ছিল’। স্বাভাবিক ভাবেই কমিশনের এই দাবিতে ভোটের বাজারে মুখ পুড়েছে ঘাসফুল শিবিরের।