নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) দিন সারা রাজ্যে এত মৃত্যু ও বোমাবাজির ঘটনা ঘটেছে, তার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তড়িঘড়ি এক দফায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দোষী সাব্যস্ত করলেন তিনি।
নিশীথ প্রামাণিক জানান, রাজ্য নির্বাচন কমিশন তড়িঘড়ি এক দফায় নির্বাচন ঘোষণা করেছিল এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়াই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল। "রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আদালতে গিয়েছিলাম এবং আদালত সেই মামলা গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য ফলাফল", বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
নিশীথ প্রামাণিক আরও জানান, কেন্দ্রীয় বাহিনীকে শুধুমাত্র টহল দেওয়ার জন্য রাখা হয়েছে। কিন্তু শনিবার তাদের কোনও বুথে মোতায়েন করা হয়নি, যে কারণে এত অশান্তি, বোমাবাজি ও মৃত্যুর ঘটনা ঘটল।