বাংলায় আবার ভোট! যুদ্ধে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন। এছাড়া ৮ সেপ্টেম্বর হবে ফলপ্রকাশ। এদিকে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে বড় ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
mamata tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িতে হতে চলেছে উপ নির্বাচন। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে এক লম্বা চওড়া তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। ১৫-ধূপগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলী ঘোষ দস্তিদার, অরুপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গৌতম রব্বানি, দেব, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মণ, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মান্ডি, বিরবাহা হাঁসদা, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, মলয় ঘটক, প্রমুখ।