নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, "আমরা সেবি ইস্যু নিয়ে কথা বলব, যা আমাদের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে সবচেয়ে বড় ইনসাইডার ট্রেডিং কেলেঙ্কারি। এটাই শেয়ার বাজারের এক্সিট পোল কেলেঙ্কারি। এরপরে আমরা মোদী সরকারের ফেডারেল সন্ত্রাসবাদ যা বৈষম্যমূলক সন্ত্রাসবাদ, কেন্দ্রীয় সরকার যেভাবে বঙ্গ সরকারের সঙ্গে নোংরা, অসভ্য আচরণ করছে তা নিয়ে কথা বলব। প্রথমত, আমাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি, এখন মোদী সরকার কেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারকে অনুমতি দিচ্ছে না, যিনি আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে বাংলায় যাচ্ছিলেন? গত ৩১ মে কয়েকটি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পুঁজিবাজারে তাদের লেনদেন দ্বিগুণ। এটা কি এই কারণে যে ১ জুন এক্সিট পোল আসতে চলেছে? এই নির্বাচিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি এক্সিট পোল সম্পর্কে সচেতন ছিলেন? এক্সিট পোল কী বলবে, তা কি তাঁদের জানানো হয়েছিল?"