ব্রেকিংঃ নীতি আয়োগে মুখ্যমন্ত্রী মমতাকে বাধা! আজ সংসদে ঝড় তুলবে তৃণমূল

আজ সংসদে ঝড় তোলার প্রস্তুতি শুরু তৃণমূলের।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee Claver Smile.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথার্থ সম্মান দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই বলতে না দেওয়ার ঘটনাকে ইস্যু করে এবার সংসদে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের তরফে দলীয় সাংসদদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়া এবং নীতি আয়োগ-এর বৈঠকে তাঁর বক্তব্য তুলে ধরতে হবে সংসদের অভ্যন্তরেও। তৃণমূল চাইছে, জাতীয় রাজনীতিতে এই ইস্যুকে তুলে ধরতে।

সূত্রে খবর, স্পেশাল মেনশন পর্বে এই ইস্যু তুলতে হবে লোকসভার এবং রাজ্যসভার সব সাংসদকে। শীর্ষ নেতৃত্বের তরফে সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়ে টেক্সট মেসেজও পাঠানো হয়েছে সাংসদদের। শুধু সোমবার অর্থাৎ আজ নয়, আগামী সপ্তাহব্যাপী প্রত্যেকদিন সুযোগ মতো এই ইস্যু তুলতে হবে লোকসভা এবং রাজ্যসভার তৃণমূল সাংসদদের বলে বার্তা দেওয়া হয়েছে।