রেলমন্ত্রী সভা করার ৪৮ ঘণ্টার মধ্যেই এলেন রেলের জেনারেল ম্যানেজার! ক্ষুব্ধ TMC

রেলমন্ত্রী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার পলের সমর্থনে সভা করার পরেই সেখানে পা রাখলেন সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার। এই নিয়ে তৃণমূল তুলল বড় অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
covere

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: দুদিন আগে রেলমন্ত্রী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে সভা করেন খড়গপুরে। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবারই হঠাৎ ছুটির দিনে খড়গপুরে নানা কর্মসূচি নিয়ে সাউথ-ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা পৌঁছে গেলেন খড়গপুরের ডিআরএম বিল্ডিংয়ে। 

তৃণমূলের অভিযোগ, বিজেপির হয়ে প্রচার করতে নেমেছেন সাউথ-ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। জেনারেল ম্যানেজার আসার আগেই খড়গপুর রেল স্টেশনে থাকা বোগদা এলাকাতে একাধিক অবৈধভাবে থাকা দোকান কাপড় দিয়ে ঢেকে দেয় রেল আর সেই ঘেরা কাপড় জোর করে খুলে দিল তৃণমূল। একেবারে আরপিএফদের সামনেই চলে স্লোগান। তৃণমূলের জেলা সহ-সভাপতি দেবাশীষ চৌধুরীর অভিযোগ, 'নির্বাচন বিধিকে লঙ্ঘন করে রেলমন্ত্রীর নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। তিনি যেখানেই যাবেন ইনস্পেকশন করতে তাকে আমাদের বাধার মুখে পড়তে হবে। আমরাও তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াব। আমাদের একটাই প্রশ্ন এতদিন এলেন না কেন? রেলমন্ত্রী যাওয়ার একদিন পরেই কি আপনার মনে পড়ল রেল কর্মীদের কোয়ার্টারের অবস্থা বেহাল বা রাস্তার অবস্থা বেহাল'?

এরপর মিছিল করে সোজা ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। ডিআরএম বিল্ডিংয়ে জেনারেল ম্যানেজারের বৈঠক হয় ভিতরে আর বাইরে চলে তৃণমূলের বিক্ষোভ মিছিল।

Add 1