নিজস্ব সংবাদদাতা: জাতীয় সঙ্গীত অবমাননা ও আদিবাসীদের অপবিত্র বলায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘটালে তৃণমূলের প্রতিবাদ সভা করল। প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দীপক করে জ্বলে যায় বিজেপির অবস্থাও তেমনই হয়েছে। ঘাটালের সভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারকে কটুক্তি করে বলেন, ওনারা সংবিধান কেউ মানেন নি। সংবিধান নিয়ে বক্তব্য রাখার সময় উনারা হই হই করে বিধানসভাতে ঢুকলেন আবার বিধানসভা থেকে হই হই করে বেরিয়ে গেলেন। এদিন তৃণমূলের প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ঘাটাল সাংগঠনিক যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। এদিন সৌরভ চক্রবর্তী বলেন, ‘বিজেপি যেদিন থেকে বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তি ভেঙে ফেলেছে, সেদিন থেকে বিজেপির উপর অভিশাপ লেগে গেছে।’