দলীয় কুপনে বাংলা মদের সুপারিশ! অস্বস্তি বাড়ল তৃণমূলের

তৃণমূলের দলীয় কুপনে বাংলা মদের সুপারিশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুপন।

author-image
Tamalika Chakraborty
New Update
TMC FLAG

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের দলীয় পতাকা ও নামের স্ট্যাম্পে দেওয় কুপনে বাংলা মদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ হাওড়ায় উদয়নারায়ণপুরে কুপনে এটা দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  হাওড়ায়। বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছে শাসক দল। 

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ত্রাণের কুপন নিয়ে চক্রান্ত করছে বিজেপি। উদয়নারায়নপুরে ত্রাণ বিলির জন্য দলের পক্ষ থেকে এবং অঞ্চল সভাপতির সই সহ ফাঁকা কুপন দেওয়া হয়েছিল বন্যা দুর্গতদের। কেউ সেই কুপন বিজেপি হাতে তুলে দিয়েছে। বিজেপি সেটা নিয়ে চক্রান্ত করছে। ফাঁকা কুপনে বাংলা মদ বলে লিখে দেওয়া হয়েছে। এটা তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া কিছুই নয় বলে শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত রবিবার তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ চোংদারের জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অভিযোগ সেখানেই আনন্দ করার জন্য দলের পতাকা ও স্ট্যাম্প মারা কুপনে বাংলা মদের সুপারিশ করা হয়। উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হয় ওই মদের কুপন। 

 tamacha4.jpeg