নিজস্ব সংবাদদাতাঃ নন্দীগ্রামের ভোটে নেই শেখ সুফিয়ান এবং আবু তাহেরের নাম। দল না চাওয়ায় শেখ সুফিয়ান আগেই পিছিয়ে গেছেন। এবার তৃণমূল নেতৃত্ব প্রতীক না দেওয়ায় মনোনয়ন প্রত্যাহার করে নিলেন আবু তাহেরের স্ত্রীও। ফলে নন্দীগ্রামের এবারের পঞ্চায়েত ভোটের পোস্টার ব্যানারে নাম থাকবে না জমি আন্দোলনের অন্যতম দুই মুখ শেখ সুফিয়ান এবং আবু তাহেরের।
সুফিয়ানের পর এবার আবু তাহের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকায় নাম থাকল না নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম দুই শীর্ষ নেতৃত্ব শেখ সুফিয়ান এবং আবু তাহেরের। প্রথমে টিকিট দেওয়া হবে বললেও শেখ সুফিয়ানকে শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব প্রার্থী করেনি। অন্যদিকে সিবিআই- এর তদন্ত চলাকালীন ফেরার অবস্থায় থাকা আবু তাহেরের জায়গায় তাঁর স্ত্রীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েও সরে গেল তৃণমূল। ফলে প্রতীক না পেয়ে মঙ্গলবার নমিনেশন প্রত্যাহার করলেন আবু তাহেরের স্ত্রী আনিসা খাতুন। এর ফলে নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনে শেখ সুফিয়ানের পাশাপাশি আবু তাহেরও নেই। সুফিয়ানের নাম প্রার্থী তালিকা থেকে আগেই বাদ দেওয়া হয়। নন্দীগ্রামে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তৃণমূল প্রার্থী আনিসা খাতুন, যিনি আবু তাহেরের স্ত্রী।